ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ
ইশরাক হোসেন। ফাইল ছবি

ড. ইউনূসকে নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দেয়া একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বিষয়টি নজরে আসলে এর প্রতিবাদ জানান ইশরাক হোসেন। গণমাধ্যমে একটি বিবৃতিও দেন তিনি। পাশপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটি শেয়ার করেন ইঞ্জিনিয়ার ইশরাক।

সম্প্রতি ইউটিউবে এ ধরনের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের একটি খণ্ডিত অংশে প্রফেসর ইউনূসকে জড়িয়ে আপত্তিকর শব্দের ব্যবহার করা হয়েছে।

গত ১৩ আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ

ড. ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ
ইশরাক হোসেন। ফাইল ছবি

ড. ইউনূসকে নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দেয়া একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বিষয়টি নজরে আসলে এর প্রতিবাদ জানান ইশরাক হোসেন। গণমাধ্যমে একটি বিবৃতিও দেন তিনি। পাশপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটি শেয়ার করেন ইঞ্জিনিয়ার ইশরাক।

সম্প্রতি ইউটিউবে এ ধরনের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের একটি খণ্ডিত অংশে প্রফেসর ইউনূসকে জড়িয়ে আপত্তিকর শব্দের ব্যবহার করা হয়েছে।

গত ১৩ আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত