৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে শুরু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে, গতকাল সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পাঁচ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে শুরু হয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে, গতকাল সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত