নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের দারুল জামা গ্রামে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে উগ্রপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সংঘটিত এ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। গ্রামের বাসিন্দারা কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি নিজ গ্রামে ফিরেছিলেন।
সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে ছয়জন সেনাসদস্য রয়েছেন। তবে গ্রামের ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক মানুষ এখনও নিখোঁজ।
হামলাকারীরা মূলত বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করে, নারীদের ছেড়ে দেয়। কমপক্ষে ২০টি বাড়ি ও ১০টি বাস আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিন দিন আগে থেকেই সেনাবাহিনীকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো অতিরিক্ত বাহিনী পাঠানো হয়নি।
গ্রামের শোকাহত এক নারী হাজ্জা ফাতি বলেন, সরকার আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে এখানে ফিরিয়ে এনেছিল। এখন আমরা আবার আমাদের স্বজনদের দাফন করছি।
এই এলাকাটি বর্তমানে বোকো হারাম কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই ছিলেন বামা শহরের বাস্তুচ্যুতদের ক্যাম্প থেকে সম্প্রতি স্থানান্তরিত পরিবার।