সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে। সোমবার সকালে বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থানে টিয়ার শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। মূহূর্তে মূহূর্তে চলছে সরকারবিরোধী স্লোগান। এমনকি কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন। তবে সেই নির্দেশ অমান্য করে সড়কে নেমেছে বিক্ষুব্ধ জনতা।
নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, রাজপ্রাসাদ সিংহ দরবার এবং প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।