অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে বাছাইপর্বের নিয়ম রক্ষার ম্যাচে আজ (সোমবার) সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে জয় দিয়ে সমাপ্তি টানলো লাল-সবুজের তরুণরা।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে সিঙ্গাপুর। একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। বাংলাদেশকে ভাসিয়ে রাখেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার কয়েকটি অসাধারণ সেভে গোলশূন্য থাকে প্রথম ৪৫ মিনিট।
তবে দ্বিতীয়ার্ধে ফাহমিদুলকে নামানোর পর খেলার চিত্র পাল্টে যায়। ৭০ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোল করেন তিনি। দুই মিনিট পর ফরোয়ার্ড আল আমিন ব্যবধান দ্বিগুণ করেন।
৭৮ মিনিটে লং বল থেকে সিঙ্গাপুরের ডিফেন্ডারের ভুলের সুযোগ নেন মহসিন আহমেদ। বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন তিনি। এরপর অধিনায়ক শেখ মোরসালিন ৮২ মিনিটে বক্সের উপরে থেকে দুর্দান্ত শটে চতুর্থ গোল করেন। ইনজুরির সময়ে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের চার গোলই এসেছে মাত্র ১০ মিনিটের ব্যবধানে (৭০ থেকে ৮২ মিনিটে)। ফাহমিদুল ও আল আমিনের গতি ও স্কিলে কুপোকাত হয় সিঙ্গাপুরের রক্ষণভাগ। মূলত এই দুইজনের কাছেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় প্রতিপক্ষ।
এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গত দুই আসরে কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ। এমনকি গোলেরও দেখা মেলেনি। তাই আজকের জয় অনেকদিন পর পাওয়া সাফল্য।