অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা
অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা

কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের তরুণী মোসা. আফসানা আক্তারকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৬ ডিসেম্বর সকালে তাকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের একদল দুর্বৃত্ত। প্রায় ৩ দিন তাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি এ ঘটনায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৭ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মিজান সরকার ও মিসেস ফাহমিদা আক্তার দম্পতির সন্তান আফসানা আক্তারকে গত ২৬ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

প্রায় ৩দিন আটকে রাখার পর ২৮ ডিসেম্বর পরিবারের কাছ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মুক্তি পাওয়ার পর আফসানা আক্তার জানান, তাকে ধরে গাড়িতে উঠানোর পর তার হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে রাখা হয়। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান, যৌতুক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং আলোচিত মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকার কারণে আফসানাকে টার্গেট করে অপহরণ করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এলাকার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা

অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা
অপহরণ ও নির্যাতনের শিকার নারী মানবাধিকার কর্মী আফসানা

কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের তরুণী মোসা. আফসানা আক্তারকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৬ ডিসেম্বর সকালে তাকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের একদল দুর্বৃত্ত। প্রায় ৩ দিন তাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি এ ঘটনায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৭ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মিজান সরকার ও মিসেস ফাহমিদা আক্তার দম্পতির সন্তান আফসানা আক্তারকে গত ২৬ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

প্রায় ৩দিন আটকে রাখার পর ২৮ ডিসেম্বর পরিবারের কাছ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মুক্তি পাওয়ার পর আফসানা আক্তার জানান, তাকে ধরে গাড়িতে উঠানোর পর তার হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে রাখা হয়। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান, যৌতুক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং আলোচিত মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকার কারণে আফসানাকে টার্গেট করে অপহরণ করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এলাকার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত