বাংলাদেশ সরকার কাতারে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এই অবৈধ হামলার বিরুদ্ধে কাতারের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও নিয়ম-কানুনকে বিঘ্নিত করছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।