এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ–বি ম্যাচে আজ (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় নিয়ে আত্মবিশ্বাসী লিটন দাসের দল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শক্তিশালী অবস্থায় টুর্নামেন্টে নামছে। ব্যাটাররা সাম্প্রতিক সময়ে ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছেন, আর পেস আক্রমণও হয়েছে আরও ধারালো।

তবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এক তিক্ত স্মৃতি আছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল তারা। এশিয়ার ক্রিকেট ইতিহাসে সেটি ছিল অন্যতম বড় অঘটন। সেই দলের দুইজন খেলোয়াড় এবারও আছেন হংকং স্কোয়াডে, যারা নতুনদের অনুপ্রাণিত করতে পারেন। যদিও এরপর থেকে পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে তাদের আন্তর্জাতিক ম্যাচ মাত্র ১১টি।

আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের শুরুতে সহায়তা করে, তবে পরের দিকে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায়। শিশিরও প্রভাব ফেলতে পারে, তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেভারিট হিসেবে নামলেও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। ২০১৪ সালের মতো সুযোগ কাজে লাগাতে পারলে হংকং আবারও অঘটন ঘটাতে চাইবে। তবে গোছানো ও দুর্দান্ত ছন্দে থাকা টাইগাররা প্রত্যাশিত জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে মুখিয়ে আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

এশিয়া কাপ মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ–বি ম্যাচে আজ (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় নিয়ে আত্মবিশ্বাসী লিটন দাসের দল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শক্তিশালী অবস্থায় টুর্নামেন্টে নামছে। ব্যাটাররা সাম্প্রতিক সময়ে ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছেন, আর পেস আক্রমণও হয়েছে আরও ধারালো।

তবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এক তিক্ত স্মৃতি আছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল তারা। এশিয়ার ক্রিকেট ইতিহাসে সেটি ছিল অন্যতম বড় অঘটন। সেই দলের দুইজন খেলোয়াড় এবারও আছেন হংকং স্কোয়াডে, যারা নতুনদের অনুপ্রাণিত করতে পারেন। যদিও এরপর থেকে পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে তাদের আন্তর্জাতিক ম্যাচ মাত্র ১১টি।

আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের শুরুতে সহায়তা করে, তবে পরের দিকে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায়। শিশিরও প্রভাব ফেলতে পারে, তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেভারিট হিসেবে নামলেও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। ২০১৪ সালের মতো সুযোগ কাজে লাগাতে পারলে হংকং আবারও অঘটন ঘটাতে চাইবে। তবে গোছানো ও দুর্দান্ত ছন্দে থাকা টাইগাররা প্রত্যাশিত জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে মুখিয়ে আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত