নেপালে রাজনৈতিক অস্থিরতায় দুই দিন হোটেল বন্দি ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত হয়নি। ফলে বাংলাদেশ দলের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচটি খেলা সম্ভব হয়নি।
দলকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঢাকাস্থ নেপাল দূতাবাস ও সরকার সম্মিলিতভাবে ব্যবস্থা নিয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি বিমানযোগে জাতীয় দলের ফুটবলাররা দেশে ফিরছেন। এ সঙ্গে রয়েছেন প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।
বাংলাদেশ দল নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। হোটেল বন্দি থাকা দুই দিনে ফুটবলররা ফিটনেস বজায় রাখতে নিজেদের অনুশীলন চালিয়ে গেছেন। দলের হোটেলের পাশের এলাকায় আগুন ও সহিংসতা চলছিল।