পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
শেহবাজ শরীফ বাংলাদেশের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক গতিপথে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।
নিউইয়র্ক ও কায়রোতে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে তার অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠিও হস্তান্তর করেন, যেখানে পাকিস্তানে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদানের কথা উল্লেখ রয়েছে।