অল্প খরচে স্বল্প সময়ে ভ্রমণ এখন অনেকেরই পছন্দ। ব্যস্ত জীবনের ফাঁকে একদিনেই ঘুরে আসা যায় এমন কিছু জায়গা প্রতিদিন ভ্রমণপিপাসুদের আকর্ষণ করছে।
চট্টগ্রাম থেকে মিরসরাইয়ের মহামায়া লেক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিরসরাইয়ের মহামায়া লেক এখন অন্যতম আকর্ষণ। এখানে যেতে চট্টগ্রাম শহর থেকে সিএনজি বা বাসে ভাড়া পড়বে জনপ্রতি ১০০-১৫০ টাকা। লেকে নৌকায় ভ্রমণের জন্য ভাড়া মাত্র ৫০-১০০ টাকা। প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা আর লেক মিলিয়ে এটি একদিনের ভ্রমণের জন্য আদর্শ স্থান।
সীতাকুণ্ড ইকোপার্ক ও ঝর্ণা
চট্টগ্রাম থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত সীতাকুণ্ড ইকোপার্ক। প্রবেশমূল্য মাত্র ২০ টাকা। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে দেখা মিলবে একাধিক ঝর্ণার। প্রাকৃতিক পরিবেশ আর স্বল্প খরচের কারণে পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরে আসার জন্য এটি উপযুক্ত।
ফয়’স লেক, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরেই অবস্থিত এই বিনোদনকেন্দ্রে নৌকা ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। প্রবেশমূল্য ৩০০ টাকা হলেও একদিনের ভ্রমণে অনেকেই এখানে স্বল্প খরচে আনন্দ উপভোগ করেন।
ঢাকার কাছাকাছি—গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান
রাজধানীবাসীর জন্য গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান হতে পারে একদিনের কম খরচের ট্যুর। প্রবেশমূল্য মাত্র ২০ টাকা। বিশাল শালবন, হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি দেখার সুযোগ মিলবে।