বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের পর কবুতর উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। পরে উপজেলা সদর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদা বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মোছাম্মদ নুর জাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন পরীক্ষা হবে। সকল বিভাজন ভুলে দলের স্বার্থে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে ফিরিয়ে আনতে তৃণমূলের মা-বোনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য এখন থেকেই প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়।