ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ ও নীতি বাস্তবায়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবীর দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট ইসলামি সঙ্গীত শিল্পী মোঃ নজরুল ইসলাম কাদেরী, হামদ-নাত পরিবেশন করেন বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমা আক্তার।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রুস্তম আলির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জায়তুন নূর বেগম। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক অংচাথুই মারমা, সুনীত কুমার মুৎসুদ্দী, বিজয় কুমার বড়ুয়া, ভবতোষ চক্রবর্তী, শাখাওয়াত হোসেন চৌধুরীসহ শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও কর্ম বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বনবী মানব জাতির শান্তির জন্য যেসব নিয়ম কানুন, আদর্শ এনেছিলেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে সব ধরনের অনৈতিক চিন্তাধারা পরিহার করে নৈতিকতাবোধ সম্পন্ন হতে হবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষে হামদ- নাত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।