বন্ধু, প্রিয়জন কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে চ্যাট করতে গিয়ে অনেক সময় শব্দ বাছাই নিয়ে বিপাকে পড়তে হয়। কখনো ভুলভাবে কথা চলে গেলে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতিও। এবার সেই সমস্যার সমাধান আনছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ‘রাইটিং হেল্প’। এই ফিচারটি মেটা এআইয়ের মাধ্যমে কাজ করবে। মূলত ব্যবহারকারীর লেখা বার্তাকে আরও সুন্দর, প্রাঞ্জল ও উপযুক্ত শব্দে সাজিয়ে দিতে সহায়তা করবে এটি। চ্যাটবক্সেই পাওয়া যাবে একাধিক শব্দচয়ন বা বাক্যগঠন অপশন। ব্যবহারকারী সেখান থেকে সেরা ভার্সনটি বেছে নিতে পারবেন।
ফলে ব্যক্তিগত বা অফিসিয়াল— যে কোনো কথোপকথনেই বার্তাপ্রেরণ হবে আরও আকর্ষণীয় ও সঠিকভাবে। এ কারণে একে বলা হচ্ছে চ্যাটের ভাষায় নতুন যুগের সূচনা।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকার কারণে এই ফিচারে তৈরি বিকল্প বার্তা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যবহারকারীই দেখতে পারবেন। অর্থাৎ গোপনীয়তা ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে।
ফিচারটি ঘোষণা হওয়ার পর থেকেই ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, কবে নাগাদ ফোনের স্ক্রিনে এটি হাজির হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া