রবিবার বিকেলে সোয়া ৫টার দিকে বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানান, উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
উল্লেখ্য, গত ১৫ বছরে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০ বার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। আবার বড় ভূমিকম্প হলে শত বছরের মধ্যে আরেকটি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
ভূতাত্ত্বিকরা বলছেন, ইন্ডিয়া ও বার্মা প্লেটের অবস্থান এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বড় মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।