রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় এবং অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, প্রভাষক অংচাথুই মারমা, জায়তুন নূর বেগম, বিজয় কুমার, মো. রুস্তম আলী, ভবতোষ চক্রবর্তী, শাখাওয়াত হোসেন চৌধুরীসহ সকল প্রভাষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। বড় সফলতা পেতে হলে এখন থেকেই নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে, একাডেমিক বই গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে।” তারা ভালো ফলাফল অর্জন ও সফল ব্যক্তিত্ব গঠনে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।