সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত হরতাল স্থগিত করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট কোর্ট চত্বরে এক সমাবেশে এ ঘোষণা দেন কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তা স্থগিত করা হয়েছে। পরিবর্তে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।