জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি প্রতিনিধি

জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, “এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো নয়। এরই মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এনিয়ে আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। ইনশাল্লাহ ফেব্রুয়ারীতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন— এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা।

অনুষ্ঠিত কর্মীসভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে: এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি প্রতিনিধি

জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, “এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো নয়। এরই মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এনিয়ে আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। ইনশাল্লাহ ফেব্রুয়ারীতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন— এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা।

অনুষ্ঠিত কর্মীসভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত