মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে গাজার হাসপাতালে ৯৮ জনের মরদেহ আনা হয়েছে এবং আরও ৩৮৫ জন আহত হয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের তলায় এখনও বহু মানুষ আটকা পড়ে আছে এবং পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “মরদেহ ও আহতদের সংখ্যা যা আমরা জানতে পেরেছি, তার চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৫,০৬২ জন নিহত এবং ১,৬৫,৬৯৭ জন আহত হয়েছেন।
গত ১৯ জুন, গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায়। কিন্তু ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে ৫ মাসে গাজায় নিহত হয়েছেন ১২,৫১১ জন এবং আহত হয়েছেন ৫৩,৬৫৬ জন।
গাজার হাসপাতাল ও স্থানীয় নাগরিকরা কঠিন পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য আকুল সাহায্য চাইছে।