জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নানা অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করছে। শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং সেটিই দলের শক্তি। নিজেদের দায়বদ্ধতার মাধ্যমেই বিএনপি প্রমাণ করছে যে সততার ব্যাপারে দলটি আন্তরিক। তরুণ প্রজন্মকে সামনে রেখে বিএনপি রাজনীতিকে আধুনিকায়ন করছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে নারী, তরুণ ও পেশাজীবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তারেক রহমান বলেন, জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। বিএনপি সেই প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।