নড়াইলে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল হক, বিশেষ শাখার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি এডভোকেট আজিজুল ইসলাম, সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, নন্দীতা বোসসহ গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময়কালে সাংবাদিকরা নড়াইল জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নানা অনিয়মের বিষয় তুলে ধরেন। জবাবে পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, “আমি নড়াইলে আসার আগে এখানকার পরিস্থিতি সম্পর্কে কিছুটা জেনে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে মাদকমুক্ত নড়াইল উপহার দেওয়ার চেষ্টা করব।”