গরমে এসি ছাড়া যেন এক মুহূর্তও স্বস্তি মিলছে না। বাড়ি-অফিস সব জায়গাতেই চলছে এসি। তবে অসতর্ক ব্যবহারে যেকোনো সময় এসিতে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট, কম্প্রেসরের ত্রুটি, গ্যাস লিকেজ, দীর্ঘ সময় বিরতিহীনভাবে চালানো, মানহীন যন্ত্রাংশ ব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাব এবং ভুল ইনস্টলেশন এসি বিস্ফোরণের প্রধান কারণ।
ঝুঁকি এড়াতে নিয়মিত সার্ভিসিং করা, ফিল্টার ও পাইপ পরিষ্কার রাখা, ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার, টানা চালালে মাঝে মাঝে বিরতি দেওয়া এবং গ্যাস লিকেজ হলে দ্রুত বিশেষজ্ঞ টেকনিশিয়ানকে ডাকার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার ও সঠিক গ্রাউন্ডিং নিশ্চিত করাও জরুরি।
অন্যদিকে, লোকাল বা নকল যন্ত্রাংশ ব্যবহার, নিজে নিজে মেরামতের চেষ্টা, গ্যাস লিক থাকা অবস্থায় এসি চালানো, একই প্লাগে ফ্রিজ-ওয়াশিং মেশিন-এসি একসাথে চালানো এবং এসির ভেতরে ধুলা জমতে দেওয়া যাবে না।
বিশেষজ্ঞদের মতে, সচেতন ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণই এসি বিস্ফোরণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়।