রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। অনুকূল পরিবেশ না থাকায় নতুন নির্বাচন তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের জরুরি সভার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ এবং নির্বাচনে প্রয়োজনীয় অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় ২৫ সেপ্টেম্বরের নির্বাচন সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজন করার স্বার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “আমরা সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি নতুন তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”