সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী সার্কেলের সহকারি পুলিশ সুপার নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কেন্দ্রীয় কালী মন্দির, কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির এবং ছাগল খাইয়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার দায়িত্বশীল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনকালে মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে সহকারি পুলিশ সুপার নুরুল আমিন পূজামণ্ডপের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান।