ভিভো ভারতীয় বাজারে এনেছে নতুন ওয়াই৩১ সিরিজের দুটি স্মার্টফোন— ভিভো ওয়াই৩১ ৫জি এবং ভিভো ওয়াই৩১ প্রো ৫জি। উভয় ফোনেই রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভিভো ওয়াই৩১ ৫জি মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। অন্যদিকে ওয়াই৩১ প্রো ৫জি মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে উভয় ফোনেই ডিসপ্লের ওপরে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ওয়াই৩১ ৫জি ফোনটি বাজারে এসেছে ৪ জিবি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর দাম রাখা হয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ রুপি ও ১৬ হাজার ৪৯৯ রুপি। ফোনটি পাওয়া যাবে রোজ রেড ও ডায়মন্ড গ্রিন রঙে।
অন্যদিকে ওয়াই৩১ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যামসহ ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর দাম যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ রুপি ও ২০ হাজার ৯৯৯ রুপি। এই মডেল পাওয়া যাবে মোচা ব্রাউন ও ড্রিমি হোয়াইট রঙে।
ফোন দুটি ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। আপাতত ভারতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে আসতে কিছুটা সময় লাগবে।
সূত্র: গ্যাজেট ৩৬০