নড়াইলে সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামে সাপের কামড়ে সানজিদা খানম (১১) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে সানজিদা। রাত ১টার দিকে বিষধর সাপে তাকে কামড় দেয়। স্বজনরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে রাতেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে ভোর রাত ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সানজিদা খানম করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে মামার বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করত।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলে সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামে সাপের কামড়ে সানজিদা খানম (১১) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে সানজিদা। রাত ১টার দিকে বিষধর সাপে তাকে কামড় দেয়। স্বজনরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে রাতেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে ভোর রাত ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সানজিদা খানম করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে মামার বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করত।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত