চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমান যুবসমাজকে রাজপথে উদ্বুদ্ধ করেছিলেন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমান যুবসমাজকে রাজপথে উদ্বুদ্ধ করেছিলেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে রাজপথে নামাতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি বলেন, “জাতীয়তাবাদী পতাকা নিয়ে ‘রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত’ করার সেই পটভূমি ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকবে।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন। এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, “দক্ষতা প্রদর্শন করলে সরকার এ ধরনের ঘটনা ঘটতে দিত না। কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে ফ্যাসিবাদের দোসররা দেশে ও বিদেশে কার্যক্রম চালাচ্ছে।”

রিজভী দাবি করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি, মহাসচিবকে নিয়ে শুরু হওয়া অপপ্রচার মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি দুদকের অকার্যকারিতার ওপরও ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুদক লুটপাটকারীদের টাকা দেশে ফেরাতে পারেনি। “দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমান যুবসমাজকে রাজপথে উদ্বুদ্ধ করেছিলেন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমান যুবসমাজকে রাজপথে উদ্বুদ্ধ করেছিলেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে রাজপথে নামাতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি বলেন, “জাতীয়তাবাদী পতাকা নিয়ে ‘রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত’ করার সেই পটভূমি ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকবে।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন। এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, “দক্ষতা প্রদর্শন করলে সরকার এ ধরনের ঘটনা ঘটতে দিত না। কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে ফ্যাসিবাদের দোসররা দেশে ও বিদেশে কার্যক্রম চালাচ্ছে।”

রিজভী দাবি করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি, মহাসচিবকে নিয়ে শুরু হওয়া অপপ্রচার মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি দুদকের অকার্যকারিতার ওপরও ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুদক লুটপাটকারীদের টাকা দেশে ফেরাতে পারেনি। “দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত