বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও অভিনয় জগতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। শুধু অভিনয়ই নয়, তিনি সঞ্চালকের দায়িত্বও সমানভাবে পালন করছেন। অথচ বিস্ময়কর বিষয় হলো—তার লিভারের প্রায় ৭৫ শতাংশই অকেজো হয়ে গেছে।
আশির দশকের শুরুতে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সে সময় প্রায় ২০০ জন মানুষ তাকে রক্তদান করেন। পরে জানা যায়, তাদের মধ্যে একজনের রক্তে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। সেই রক্ত থেকেই তার শরীরে ভাইরাস সংক্রমিত হয় এবং ধীরে ধীরে লিভার কার্যক্ষমতা হারাতে থাকে।
অমিতাভ জানান, ২০০০ সালের আগে পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। পরবর্তীতে আবার যক্ষ্মায় আক্রান্ত হন। প্রতিদিন ৮-১০টি ওষুধ খেয়েও তিনি সঞ্চালনার কাজ চালিয়ে যান।
বর্তমানে সুস্থ থাকতে তিনি জীবনযাপনে কঠোর নিয়ন্ত্রণ মেনে চলেন। খাওয়া-দাওয়া অনেক কমিয়ে দিয়েছেন, মাছ-মাংস খান না, বরং ডাল, সবজি ও রুটি খান। ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। এই নিয়ন্ত্রিত জীবনধারাই তাকে এখনো সুস্থ রেখেছে এবং পর্দায় সক্রিয় রেখেছে।