আজ (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ ৫ ম্যাচে পাকিস্তান ৩ এবং বাংলাদেশ ২ ম্যাচে জয়ী। তবে সর্বশেষ সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে।
ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর লিটন দাসের নেতৃত্বে দলে পরিবর্তন আসতে পারে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন লিটন দাস, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।
ফাইনালে পৌঁছানোই পাকিস্তানের মূল লক্ষ্য। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, “বাংলাদেশ ভালো দল। আমাদের নিজেদের দিকে নজর রাখতে হবে এবং সব বিভাগে ভালো খেলতে হবে।”
পাকিস্তান সুপার ফোর শুরু করেছে লঙ্কানদের হারিয়ে। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, তবে গতকাল ভারতের কাছে হেরেছে।