স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।”
তিনি জানান, বিএনপির অঙ্গীকার—
সংবিধান সংস্কার: ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মতামতের মর্যাদা।
সুষ্ঠু নির্বাচন: প্রকৃত ফলাফল নিশ্চিতকরণ।
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
দুই মেয়াদ সীমা: আজীবন ক্ষমতায় থাকার অবসান।
সংসদ সদস্যদের কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়া।
কাগুজে ব্যালট: নিরাপদ ও সৎ নির্বাচন।
জনগণের প্রশাসন: সেবামুখী শাসন ব্যবস্থা।