পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জমে ওঠে উৎসবের আমেজ। কারণ একটিই—বন্দরে উঠেছিল বিশাল আকৃতির একটি ইলিশ। ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম), আর সেই একটিমাত্র মাছের দাম উঠেছিল সরাসরি ১৪ হাজার টাকা।
মাছটির মালিক জেলে শহিদ মাঝি জানান, গভীর সমুদ্রে শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে এই ব্যতিক্রমী বড় ইলিশটি। পরে মহিপুরের বিখ্যাত ফয়সাল ফিসে নিয়ে আসা হলে সেটি নিলামে প্রতিযোগিতার মধ্যেই বিক্রি হয়।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মোঃ মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর চোখে পড়ে না। খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মাছটি বিক্রি হয়েছে মোট ১৪ হাজার টাকায়।
মাছটির ক্রেতা ব্যবসায়ী ইশতিয়াক জানান, বিশাল আকৃতির ইলিশটি তিনি ঢাকায় পাঠাবেন। তার ভাষায়, “এমন মাছ খুব কমই পাওয়া যায়। ঢাকার বাজারে বিক্রি করলে ভালো লাভের আশা করছি।”
স্থানীয় জেলেরা বলছেন, বড় আকারের ইলিশ ধরতে পারা সবসময়ই সৌভাগ্যের বিষয়। যদিও সংখ্যায় কম, তবুও এর দাম বেশি হওয়ায় জেলেরা দারুণ উৎসাহ পান।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এমন বড় ইলিশ জেলেদের জন্য আনন্দের সংবাদ। গভীর সমুদ্র ও উপকূল উভয় জায়গাতেই এখন বড় ইলিশ ধরা পড়ছে। ইলিশের এই প্রাচুর্য মূলত ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল।”
বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে এমন একটি রূপালি ইলিশ বন্দরে উঠতেই দর্শনার্থীদের ভিড় জমে যায়। সবাই একনজর দেখতে ছুটে আসেন এই ব্যতিক্রমী শিকার।