দেশে এসেও বিমানবন্দর থেকে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
দেশে এসেও বিমানবন্দর থেকে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না তাঁর।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাই হেফাজ উদ্দিন। তিনি জানান, আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য আগারগাঁও যাচ্ছি।

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

প্রবাসে দেড় যুগেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। দুবাইয়ে তাঁর বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি ছিল, যেখানে বহু বাংলাদেশি কর্মরত আছেন। এছাড়াও ওমানে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন তিনি।

হঠাৎ এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে শোক ও স্তব্ধতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশে এসেও বিমানবন্দর থেকে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

দেশে এসেও বিমানবন্দর থেকে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না তাঁর।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাই হেফাজ উদ্দিন। তিনি জানান, আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য আগারগাঁও যাচ্ছি।

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

প্রবাসে দেড় যুগেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। দুবাইয়ে তাঁর বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি ছিল, যেখানে বহু বাংলাদেশি কর্মরত আছেন। এছাড়াও ওমানে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন তিনি।

হঠাৎ এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে শোক ও স্তব্ধতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত