ঢাকায় মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রোমানের নিজ বাড়িতে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মৃতরা হলেন— মৃধাকান্দি গ্রামের আহমেদ রোমান (৩২) ও বাহাদুরপুর গ্রামের মুজিবুল হক দুর্জয় (৩২)। রোমান শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা সোমবার (১৩ অক্টোবর) সকাল ঢাকায় মোটরসাইকেল মেরামতের উদ্দেশ্যে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানান, নিহত দুইজনই তার বন্ধু। রোমানের জানাজা সকাল ১০টায় মৃধাকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়, আর মুজিবুল হক দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে সম্পন্ন হবে।