একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে। ৬০টির বেশি সিনেমায় অভিনয় করা এই নায়িকা শেষ অভিনয় করেন ছয় বছর আগে। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে সংসার ও ব্যবসার ব্যস্ততায় অভিনয় ছেড়ে দেন তিনি।
সাহারা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “স্বামী-সংসার আর ব্যবসার কাজ নিয়েই এখন সময় কাটে। আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় পছন্দ করেন না। তাই তার ইচ্ছাকে সম্মান জানিয়েই অভিনয় থেকে দূরে আছি।”
বর্তমানে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজার ‘সাহারা ফ্যাশন হাউজ’ পরিচালনা করছেন তিনি।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একাধিক আকর্ষণীয় ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে ভক্তরা হতবাক। কিন্তু যাচাই করে দেখা গেছে, ছবিগুলো আসল নয়।
তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিগুলো সম্পাদনা করে সাহারার মুখ বসানো হয়েছে। কিছু ছবি আবার এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাহারার নামে যেসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ছবি ছড়ানো হচ্ছে, সেগুলোও ভুয়া।