সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো এখতিয়ার নেই। যদি কোনো প্রকার দামের তারতম্য ঘটে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে, সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে। এছাড়া বাজারে ৫ লিটারের বোতল সয়াবিন তেল ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকার এই দামের তারতম্য পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।