ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ন্যাশনাল রিস্ক সিস্টেমের উদ্ধারকারী দল জানিয়েছে, ধসের পর তিনটি আলাদা খনির শ্যাফট বা গহ্বর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

জরুরি বিভাগের এক পোস্টে বলা হয়েছে, “কাজের প্রথম ধাপ হলো ধসে যাওয়া এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করা, যাতে পানির স্তর কমানো যায়। এরপর আমরা নিরাপদভাবে উদ্ধার অভিযান চালাব।”

স্থানীয় সূত্র জানায়, এই ধসের আগে এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার কারণে খনির মাটির ওপর চাপ বেড়ে ধসের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে অনেকেই খনিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা এবং আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধের জন্য খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা রাত দিন খনিগুলো থেকে মরদেহ ও সম্ভাব্য আহতদের উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় অবৈধভাবে পরিচালিত অনেক খনি রয়েছে, যেখানে নিরাপত্তার মান খুবই কম। এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধ করতে কড়া নিয়ম-কানুন প্রয়োগ করা জরুরি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ন্যাশনাল রিস্ক সিস্টেমের উদ্ধারকারী দল জানিয়েছে, ধসের পর তিনটি আলাদা খনির শ্যাফট বা গহ্বর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

জরুরি বিভাগের এক পোস্টে বলা হয়েছে, “কাজের প্রথম ধাপ হলো ধসে যাওয়া এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করা, যাতে পানির স্তর কমানো যায়। এরপর আমরা নিরাপদভাবে উদ্ধার অভিযান চালাব।”

স্থানীয় সূত্র জানায়, এই ধসের আগে এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার কারণে খনির মাটির ওপর চাপ বেড়ে ধসের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে অনেকেই খনিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিবারকে সহায়তা এবং আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধের জন্য খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা রাত দিন খনিগুলো থেকে মরদেহ ও সম্ভাব্য আহতদের উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় অবৈধভাবে পরিচালিত অনেক খনি রয়েছে, যেখানে নিরাপত্তার মান খুবই কম। এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধ করতে কড়া নিয়ম-কানুন প্রয়োগ করা জরুরি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত