প্রবাসীদের রেমিট্যান্সে ভর করে বাংলাদেশি অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
প্রবাসীদের রেমিট্যান্সে ভর করে বাংলাদেশি অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা সম্ভব হতো না। মঙ্গলবার ইতালি সফরের তৃতীয় দিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছিল। ভেঙে পড়া অর্থনীতি এখন প্রবাসীদের রেমিট্যান্সের কারণে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাচ্ছে। প্রবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং ইতালি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন।

এছাড়া, ড. ইউনূস রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)-র মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকে ড. ইউনূস তিনটি নতুন খাতে সহায়তা চেয়ে বলেন: গভীর সমুদ্র মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনার জন্য স্বল্পমূল্যের কোল্ড স্টোরেজ সুবিধা। এফএও মহাপরিচালক বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা ও উদ্ভাবনে সহায়তার আশ্বাস দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসীদের রেমিট্যান্সে ভর করে বাংলাদেশি অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: ড. মুহাম্মদ ইউনূস

প্রবাসীদের রেমিট্যান্সে ভর করে বাংলাদেশি অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা সম্ভব হতো না। মঙ্গলবার ইতালি সফরের তৃতীয় দিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছিল। ভেঙে পড়া অর্থনীতি এখন প্রবাসীদের রেমিট্যান্সের কারণে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাচ্ছে। প্রবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং ইতালি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন।

এছাড়া, ড. ইউনূস রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)-র মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকে ড. ইউনূস তিনটি নতুন খাতে সহায়তা চেয়ে বলেন: গভীর সমুদ্র মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনার জন্য স্বল্পমূল্যের কোল্ড স্টোরেজ সুবিধা। এফএও মহাপরিচালক বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা ও উদ্ভাবনে সহায়তার আশ্বাস দেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত