২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪১ জন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪১ জন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২ জন। ছবি সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন করে ৩০১ জন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে বৃষ্টিপাত ও অনিয়ন্ত্রিত আবর্জনা জমে থাকা কারণে এডিস মশার প্রজনন বাড়ছে, ফলে সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। তারা জনসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং স্থির পানিতে মশার ডিম ফোটার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, সেপ্টেম্বর মাসে একক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যা এ বছরের সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ বেড ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪১ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৪১ জন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২ জন। ছবি সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন করে ৩০১ জন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে বৃষ্টিপাত ও অনিয়ন্ত্রিত আবর্জনা জমে থাকা কারণে এডিস মশার প্রজনন বাড়ছে, ফলে সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। তারা জনসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং স্থির পানিতে মশার ডিম ফোটার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, সেপ্টেম্বর মাসে একক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যা এ বছরের সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ বেড ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত