চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী— জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে।
ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন বিষয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল প্রদান করা হয় ছয়টি ক্ষেত্রে— চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি— প্রতিটি ক্ষেত্রে মানবজাতির অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে।
গতকাল (সোমবার) চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এবারের নোবেল পর্ব।
বুধবার ঘোষণা করা হবে রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং ১৩ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।
এবারের নোবেলজয়ীরা পাবেন একটি সোনার মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা) সমপরিমাণ অর্থ পুরস্কার।