আবারও শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
আবারও শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি

আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তারা শাপলা প্রতীকের সাতটি নমুনা এঁকে পাঠিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলের মাধ্যমে ইসি সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, “গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এনসিপির। এটি ছাড়া ইসির সংরক্ষিত তালিকা থেকে অন্য কোনও প্রতীক বেছে নেয়া সম্ভব নয়।” দলটি ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনেরও দাবি জানিয়েছে।

এক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এর যেকোনো একটি প্রতীক বরাদ্দ রাখার অনুরোধ জানিয়েছে এনসিপি।

চিঠিতে দলটি অভিযোগ করেছে, ইসি উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব করছে এবং শাপলা প্রতীক না দিয়ে “অনাকাঙ্ক্ষিত, আইনবহির্ভূত, বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ” করছে।

এনসিপির দাবি, এতে কমিশন ইচ্ছাকৃতভাবে দলটিকে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বঞ্চিত করছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর একটি দল এনসিপি। তবে ইসির বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, কোনও দলকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দিয়েছিল, এক সপ্তাহের মধ্যে প্রতীক নির্ধারণ করে জানাতে বলা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আবারও শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি

আবারও শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি

আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তারা শাপলা প্রতীকের সাতটি নমুনা এঁকে পাঠিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলের মাধ্যমে ইসি সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, “গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এনসিপির। এটি ছাড়া ইসির সংরক্ষিত তালিকা থেকে অন্য কোনও প্রতীক বেছে নেয়া সম্ভব নয়।” দলটি ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনেরও দাবি জানিয়েছে।

এক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এর যেকোনো একটি প্রতীক বরাদ্দ রাখার অনুরোধ জানিয়েছে এনসিপি।

চিঠিতে দলটি অভিযোগ করেছে, ইসি উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব করছে এবং শাপলা প্রতীক না দিয়ে “অনাকাঙ্ক্ষিত, আইনবহির্ভূত, বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ” করছে।

এনসিপির দাবি, এতে কমিশন ইচ্ছাকৃতভাবে দলটিকে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বঞ্চিত করছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর একটি দল এনসিপি। তবে ইসির বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, কোনও দলকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দিয়েছিল, এক সপ্তাহের মধ্যে প্রতীক নির্ধারণ করে জানাতে বলা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত