বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও জোরদার করতে উভয় দেশের বাণিজ্য খাতকে বহুমুখী করা প্রয়োজন। এর মাধ্যমে উভয় দেশই পারস্পরিকভাবে লাভবান হবে।
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে জার্মানি বর্তমানে বাংলাদেশের পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার, যা দেশের মোট রপ্তানি আয়ের ১০ দশমিক ৯৬ শতাংশ।
বশিরউদ্দীন জার্মান আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক, পাদুকা, সাইকেল ও চামড়াজাত পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করেন।
এ সময় জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে জার্মানি আগ্রহী। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রশংসা করে বলেন, তার দেশ বাণিজ্য বহুমুখীকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে ৪৮৫০ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং আমদানি পরিশোধ করেছে ৯৪০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।