দেশের বাজারে রুপার দাম ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২৬ টাকা বেড়ে ৪ হাজার ৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ধরনের রুপার দাম নির্ধারণ করা হয়েছে এভাবে: ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
মূল্য বৃদ্ধির ফলে রুপা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে।