বাংলাদেশের মানুষ গাজার পাশে দাঁড়াতে চায় — শায়খ আহমাদুল্লাহ

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশের মানুষ গাজার পাশে দাঁড়াতে চায় — শায়খ আহমাদুল্লাহ

বিশিষ্ট আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, দেশের প্রতিটি মানুষ গাজার মানুষের পাশে দাঁড়াতে আকুল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, যুদ্ধবিরতির এই সময়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে দেশের মানুষের অংশগ্রহণের পথ সুগম করার উদ্যোগ গ্রহণ করা হোক।

তিনি লিখেছেন, গাজার যুদ্ধবিরতি আপাতত স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ দুই বছরে হাজার হাজার মানুষের জীবন হারানোর পর আজ তারা যে নিরাপদে ঘুমাতে পারছে, সেটিই আপাতত প্রশান্তি দিচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গাজার আর্থিক সহায়তা পৌঁছাতে চান। তবে বাংলাদেশ থেকে তহবিল সংগ্রহ করে বিদেশে পাঠানো আইনগত জটিলতার কারণে প্রায় অসম্ভব। এমনকি অ্যাম্বাসির মাধ্যমে সহযোগিতা পাঠানোর চেষ্টা করলেও তা সরাসরি পৌঁছানো যায় না।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে সীমিত পরিসরে হলেও এটি সম্ভব। তিনি সরকারের পদক্ষেপকে প্রত্যাশিত উল্লেখ করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশের মানুষ গাজার পাশে দাঁড়াতে চায় — শায়খ আহমাদুল্লাহ

বাংলাদেশের মানুষ গাজার পাশে দাঁড়াতে চায় — শায়খ আহমাদুল্লাহ

বিশিষ্ট আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, দেশের প্রতিটি মানুষ গাজার মানুষের পাশে দাঁড়াতে আকুল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, যুদ্ধবিরতির এই সময়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে দেশের মানুষের অংশগ্রহণের পথ সুগম করার উদ্যোগ গ্রহণ করা হোক।

তিনি লিখেছেন, গাজার যুদ্ধবিরতি আপাতত স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ দুই বছরে হাজার হাজার মানুষের জীবন হারানোর পর আজ তারা যে নিরাপদে ঘুমাতে পারছে, সেটিই আপাতত প্রশান্তি দিচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গাজার আর্থিক সহায়তা পৌঁছাতে চান। তবে বাংলাদেশ থেকে তহবিল সংগ্রহ করে বিদেশে পাঠানো আইনগত জটিলতার কারণে প্রায় অসম্ভব। এমনকি অ্যাম্বাসির মাধ্যমে সহযোগিতা পাঠানোর চেষ্টা করলেও তা সরাসরি পৌঁছানো যায় না।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে সীমিত পরিসরে হলেও এটি সম্ভব। তিনি সরকারের পদক্ষেপকে প্রত্যাশিত উল্লেখ করেছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত