বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ও ফারহান নিয়মিত অভিনয়ের ব্যস্ততার মাঝেও জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন—ওমরাহ পালন করতে মক্কা নগরীতে অবস্থান করছেন।
ফারহান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন।
আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।”
ভিডিওটি প্রকাশিত হতেই ভক্তরা কমেন্ট বক্সে শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন। মক্কায় ফারহানকে পেয়ে প্রবাসী বাঙালিরাও তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।
চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়ে যোগ দেবেন ফারহান।