ফিফার অক্টোবর উইন্ডো চলাকালীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ছিলেন না, কারণ ম্যাচ শেষের ২৪ ঘণ্টার মধ্যেই তার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি মাঠে নামেছে। তবে মেসি উপস্থিত হয়ে জোড়া গোল করে মায়ামিকে ৪-০ ব্যবধানে বড় জয় এনে দিয়েছেন।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে। মায়ামির মাঠে খেলা ম্যাচে মেসির পাশাপাশি জর্দি আলবা ও লুইস সুয়ারেজও স্কোরশিটে নাম তুলেছেন। আলবা এই মৌসুমে ষষ্ঠ গোল করে মোট ১১ গোল ও ২৭টি অ্যাসিস্ট সম্পন্ন করেছেন।
মেসির প্রথম গোল আসে ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস থেকে, বাঁ পায়ের শট দিয়ে। দ্বিতীয় গোল আসে ৮৭ মিনিটে, যেখানে আলবার অ্যাসিস্টে বল নিয়েছিলেন। সুয়ারেজ ৬১ মিনিটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। এই গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসি এই মৌসুমে ৪৪ গোলের অবদান রাখলেন, যা দ্বিতীয় সর্বোচ্চ।
এদিনের জয়ের ফলে ইন্টার মায়ামি ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।