হলিউড কিংবদন্তি ডায়ান কিটনের মৃত্যু

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
হলিউড কিংবদন্তি ডায়ান কিটনের মৃত্যু

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ডায়ান কিটন। ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে তার ক্যারিয়ারের বড় মোড় আসে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্য তিনি একসঙ্গে অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ড অর্জন করেন।

এরপর একে একে তিনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় চলচ্চিত্রে— ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’সহ আরও অনেক সিনেমায় তার অসাধারণ পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয়।

‘অ্যানি হল’ চলচ্চিত্রের জন্য ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, ফ্যাশন সেন্স এবং স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের প্রভাবশালী নারীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন এক দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে পরিচালিত ‘আনস্ট্রং হিরোজ’ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবের আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি পরিচালনা করেন ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেছিলেন।

ডায়ান কিটনের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো হলিউড। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, “অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।” অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার)-এ লিখেছেন, “ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা। হাস্যরস, স্টাইল ও অভিনয়ে তিনি ছিলেন এক অবিস্মরণীয় কিংবদন্তি।”

তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘সামার ক্যাম্প’ (২০২৪), যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস। ডায়ান কিটনের চলে যাওয়া নিঃসন্দেহে হলিউডের জন্য এক অপরিমেয় ক্ষতি। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক ও সম্পূর্ণ মৌলিক এক ব্যক্তিত্ব—যিনি চিরকাল বেঁচে থাকবেন তাঁর কাজের মধ্যেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হলিউড কিংবদন্তি ডায়ান কিটনের মৃত্যু

হলিউড কিংবদন্তি ডায়ান কিটনের মৃত্যু

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ডায়ান কিটন। ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে তার ক্যারিয়ারের বড় মোড় আসে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্য তিনি একসঙ্গে অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ড অর্জন করেন।

এরপর একে একে তিনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় চলচ্চিত্রে— ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’সহ আরও অনেক সিনেমায় তার অসাধারণ পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয়।

‘অ্যানি হল’ চলচ্চিত্রের জন্য ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, ফ্যাশন সেন্স এবং স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের প্রভাবশালী নারীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন এক দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে পরিচালিত ‘আনস্ট্রং হিরোজ’ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবের আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি পরিচালনা করেন ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেছিলেন।

ডায়ান কিটনের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো হলিউড। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, “অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।” অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার)-এ লিখেছেন, “ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা। হাস্যরস, স্টাইল ও অভিনয়ে তিনি ছিলেন এক অবিস্মরণীয় কিংবদন্তি।”

তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘সামার ক্যাম্প’ (২০২৪), যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস। ডায়ান কিটনের চলে যাওয়া নিঃসন্দেহে হলিউডের জন্য এক অপরিমেয় ক্ষতি। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক ও সম্পূর্ণ মৌলিক এক ব্যক্তিত্ব—যিনি চিরকাল বেঁচে থাকবেন তাঁর কাজের মধ্যেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত