আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে ইন্টারপোলের সাড়া নেই

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে ইন্টারপোলের সাড়া নেই

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৮৭ পুলিশ কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে রয়েছে সাবেক ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তর জানায়, রেড নোটিশের আবেদন করা হলেও ইন্টারপোল এখনও সাড়া দেয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে ছাত্র ও সাধারণ জনগণের ওপর গুলি চালানোর অভিযোগ এবং নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাবেক ডিবিপ্রধান হিসেবে পরিচিত সাবেক ডিআইজি হারুন অর রশিদ-এর দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান যুক্তরাজ্যে, এবং প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে অবস্থান করছেন। দেশে তাদের বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক মামলায় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

পুলিশের এআইজি শাহাদাত হোসাইন জানান, দেশের বাইরে থাকা অভিযুক্তরা হয়তো সেখানে অপরাধ হিসেবে গণ্য নয়। কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে। ইন্টারপোল রেড নোটিশের বিষয়ে সংশ্লিষ্ট দেশকে জানালেও রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে তা অনেক সময় কার্যকর হয় না। তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেল রানা মন্তব্য করেন, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারা অপরাধে জড়িত থাকলে অনুপস্থিতি সুযোগে পালিয়ে থাকতে পারবে না। তবে দেশে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর ২৯ ধারায় তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

সূত্রঃ বাংলা এডিশন

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে ইন্টারপোলের সাড়া নেই

আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে ইন্টারপোলের সাড়া নেই

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৮৭ পুলিশ কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে রয়েছে সাবেক ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তর জানায়, রেড নোটিশের আবেদন করা হলেও ইন্টারপোল এখনও সাড়া দেয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে ছাত্র ও সাধারণ জনগণের ওপর গুলি চালানোর অভিযোগ এবং নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাবেক ডিবিপ্রধান হিসেবে পরিচিত সাবেক ডিআইজি হারুন অর রশিদ-এর দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান যুক্তরাজ্যে, এবং প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে অবস্থান করছেন। দেশে তাদের বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক মামলায় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

পুলিশের এআইজি শাহাদাত হোসাইন জানান, দেশের বাইরে থাকা অভিযুক্তরা হয়তো সেখানে অপরাধ হিসেবে গণ্য নয়। কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে। ইন্টারপোল রেড নোটিশের বিষয়ে সংশ্লিষ্ট দেশকে জানালেও রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে তা অনেক সময় কার্যকর হয় না। তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেল রানা মন্তব্য করেন, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারা অপরাধে জড়িত থাকলে অনুপস্থিতি সুযোগে পালিয়ে থাকতে পারবে না। তবে দেশে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর ২৯ ধারায় তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

সূত্রঃ বাংলা এডিশন

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত