লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হীরক মোল্যা, আব্দুল আলিম, মাসুদ রানা, জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, সারাদেশে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন।

তারা আরও বলেন, “আমরা কেউ কেউ ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় জড়িত। ব্যাংক ঋণ নিয়ে কৃষকদের কাছে সার সরবরাহ করি এবং অনেক সময় ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত বাকিতে সার দেই। আমাদের ব্যবসা বন্ধ হলে পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।”

খুচরা বিক্রেতারা দাবি জানান— আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রিয়াদ এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মো. আবু রিয়াদ বলেন, “স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। এ ছাড়া এর অনুলিপি কৃষি ও বাণিজ্য উপদেষ্টা, কৃষি সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক নড়াইল, উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লোহাগড়ায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হীরক মোল্যা, আব্দুল আলিম, মাসুদ রানা, জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, সারাদেশে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন।

তারা আরও বলেন, “আমরা কেউ কেউ ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় জড়িত। ব্যাংক ঋণ নিয়ে কৃষকদের কাছে সার সরবরাহ করি এবং অনেক সময় ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত বাকিতে সার দেই। আমাদের ব্যবসা বন্ধ হলে পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।”

খুচরা বিক্রেতারা দাবি জানান— আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রিয়াদ এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মো. আবু রিয়াদ বলেন, “স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। এ ছাড়া এর অনুলিপি কৃষি ও বাণিজ্য উপদেষ্টা, কৃষি সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক নড়াইল, উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত