জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
বক্তব্য শেষে জামায়াত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
জামায়াতের ৫ দফা প্রধান দাবি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি (Proportional Representation) চালু করা।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।