রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেতাকর্মী গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া দলগুলো বিভিন্ন থানার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন পলক, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিরাজ হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী।

ডিবি জানিয়েছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে পরে আদালতে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাত নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া দলগুলো বিভিন্ন থানার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন পলক, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিরাজ হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী।

ডিবি জানিয়েছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে পরে আদালতে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত